লভ্যাংশ দেবে না প্রিমিয়ার ব্যাংক, প্রান্তিকে লোকসান

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংকের সমাপ্ত হিসাব বছরে (জানুয়ারি-ডিসেম্বর, ২০২৪) মুনাফা কমায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে কোম্পানিটির পর্ষদ সভায় এই অনুমোদন হয়। এছাড়া চলতি বছরের (২০২৫ সাল) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটি লোকসানে পড়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা ৩৩ পয়সা। আগের বছরের (২০২৪ সাল) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৯৪ পয়সা। দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন) ব্যাংকটিতে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-জুন, ২০২৪) শেয়ারপ্রতি মুনাফা ছিল এক টাকা ৫৮ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ সাত টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল তিন টাকা ১৩ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৫৩ পয়সা।
এদিক গত সমাপ্ত বছরে (জানুয়ারি-ডিসেম্বর, ২০২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ৯ পয়সা। আগের সমাপ্ত বছরে (জানুয়ারি-ডিসেম্বর, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল তিন টাকা ৩৭ পয়সা। এক বছরের মুনাফা কমেছে দুই টাকা ২৮ পয়সা বা ৬৭ দশমিক ৬৫ শতাংশ। অপরদিক গত সমাপ্ত হিসাব বছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ চার টাকা ৫৫ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ চার টাকা ৮৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২২ টাকা আট পয়সা। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর বেলা ১১টায়। বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর। অবশ্য ব্যাংকটি আগের সমাপ্ত হিসাব বছরে (জানুয়ারি-ডিসেম্বর, ২০২৩) শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্রিমিয়ার ব্যাংক। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন এক হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন এক হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১২৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ১৩৩টি। রিজার্ভে রয়েছে এক হাজার ৪৮৯ কোটি ৪১ লাখ টাকা। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩২ দশমিক ৯৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ৩৮ শতাংশ, বিদেশিদের হাতে শূন্য দশমিক ৩০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৪ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে। আজকের (বৃহস্পতিবার) দিনশেষে কোম্পানির শেয়ার প্রতি দর দাঁড়ায় ছয় টাকা ৮০ পয়সা।