আজ শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ভারত-নিউজিল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ক্রিকেট ভক্তদের উত্তেজনা যতটা ছিল সেটা ক্রমেই কমিয়ে দিল বৈরী আবাহাওয়া। বৃষ্টির কারণে ফাইনালের ফল পেতে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে তে। আজ বুধবার ষষ্ঠদিনে গিয়েও ম্যাচের ফল গড়াচ্ছে ড্রয়ের দিকে। তবুও খেলায় অঘটন ঘটতেই পারে। সেই অপেক্ষায়তেই আপাতত আছে ভারত ও নিউজিল্যান্ড। জয়ে চোখ রেখে শেষ দিনে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় উইলিয়ামসন-কোহলিরা।
গতকাল মঙ্গলবার পঞ্চম দিনে প্রথম ইনিংসে ২৪৯ রানে অলআউট হয়ে ৩২ রানের লিড নেয় নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৬৪ রান তুলে উল্টো ৩২ রানের লিড নিয়েছে ভারত।
নিউজিল্যান্ডের নেওয়া লিডের পর দ্বিতীয় ইনিংসে নেমে ভালো শুরু করে ভারত। প্রথম ১০ ওভার নিরাপদেই কাটিয়ে দেন কোহলির দল। তবে দিনের শেষ পর্যন্ত এই স্বস্তি টেকেনি। টিম সাউদির বোলিংয়ে শেষ সময়ে দুই উইকেট হারিয়েছে ভারত। প্রথমে ৮ রানে শুভমান গিলকে বিদায় করেন তিনি। এরপর ৮১ বলে ৩০ করা রোহিত শর্মাকে বিদায় করেন।
শেষ সময়ে আর নাইটওয়াচম্যান না নামিয়ে ব্যাটিংয়ে নামেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। চেতেশ্বর পুজারাকে নিয়ে শেষ সময় পার করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত ১ম ইনিংস: ২১৭
নিউজিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ১০১/২) ৯৯.২ ওভারে ২৪৯ (উইলিয়ামসন ৪৯, টেইলর ১১, নিকোলস ৭, ওয়াটলিং ১, ডি গ্র্যান্ডহোম ১৩, জেমিসন ২১, সাউদি ৩০, ওয়্যাগনার ০, বোল্ট ৭*; ইশান্ত ২৫-৯-৪৮-৩, বুমরাহ ২৬-৯-৫৭-০, শামি ২৬-৮-৭৬-৪, অশ্বিন ১৫-৫-২৮-২, জাদেজা ৭.২-২-২০-১)।
ভারত ২য় ইনিংস: ৩০ ওভারে ৬৪/২ (রোহিত ৩০, গিল ৮, পুজারা ১২*, কোহলি ৮*; সাউদি ৯-৩-১৭-২, বোল্ট ৮-১-২০-০, জেমিসন ১০-০-১৫-০, ওয়্যাগনার ৩-০-৮-০)।