এএফসি কাপ
আবাহনীর প্রতিপক্ষ ভারতের মোহনবাগান
এএফসি কাপের বাছাই পর্বের প্লে-অফে ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ ঠিক হয়েছে। পরের ম্যাচে ভারতের মোহনবাগানের মুখোমুখি হবে তারা।
আজ মঙ্গলবার শ্রীলঙ্কার ব্লু স্টারকে ৫-০ গোলে হারায় মোহনবাগান। আর এদিন সিলেটে মালদ্বীপের ক্লাব ভালেন্সিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল আবাহনীর। প্রতিপক্ষ না আসায় ওয়াকওভার পায় আবাহনী।
প্লে-অফে আগামী ১৯ এপ্রিল মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী। অবশ্য ভেন্যু এখনো ঠিক হয়নি।
ভারতের ক্লাবটিকে হারাতে পারলে মূল আসরে জায়গা পাবে আবাহনী। অবশ্য মূল আসরে আছে বাংলাদেশের আরেক দল বসুন্ধরা কিংস।