ইংল্যান্ডের ক্রিকেটও বন্ধ

সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ক্রীড়াঙ্গনেও এর ব্যাপক প্রভাব পড়েছে। স্থগিত হয়ে যাচ্ছে বিশ্বের প্রায় সব টুর্নামেন্ট। অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশের ক্রিকেটও।
এবার সে তালিকায় নাম লিখিয়েছে ইংল্যান্ড। করোনা আতঙ্কে আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের পেশাদার ক্রিকেট বন্ধ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘আজ ইসিবি একমত হয়েছে যে কোভিক-১৯ মহামারির কারণে কমপক্ষে ২৮ মে পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে কোনো পেশাদার ক্রিকেট খেলা হবে না।’
এ ব্যাপারে ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেন, ‘দেরিতে মৌসুম শুরু করাটা খুব দরকার ছিল। জাতীয় ও বৈশ্বিক এই পরিস্থিতিতে ২৮ মে পর্যন্ত পেশাদার ক্রিকেট মৌসুম চালু করা হবে না।’
ইসিবির প্রধান নির্বাহী আরো বলেন, ‘আমরা একই সঙ্গে পরিস্থিতি সার্বক্ষণিক তদারকিতে থাকব। পুনর্বিন্যাস করা সূচিতে মৌসুম কীভাবে হবে, তা দেখব। আমরা যতটুকু সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করব। মৌসুম চালুর পর মূল ফোকাস থাকবে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইভেন্ট আগে করার।’
করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪০৯ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫৪ জন। বার্তা সংস্থা বিএনও নিউজ এ খবর জানিয়েছে।
করোনা পরিস্থিতির মধ্যে দুঃসংবাদ শুনেছে বাংলাদেশও। করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ ছাড়া দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ জন বলেও জানানো হয়।