কোনোমতে ড্র করে বাঁচাল বেলের ওয়েলস
লড়াইটা সুইজারল্যান্ড ও ওয়েলসের। দুই শক্ত প্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ে কেউ জেতেনি। ইউরো চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
একাধিক গোলের সুযোগ হাতছাড়া করার মাশুল গুনল সুইজারল্যান্ড। আজারবাইজানের বাকুতে ‘এ’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ড বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো গ্যারেথ বেলের ওয়েলসকে।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইজারল্যান্ড। ইউরোপের মেসি বলে পরিচিত জেরদান শাকিরির দল প্রথমার্ধেই বেশ কয়েকবার গোলের পেয়ে যায়। তারপরও গোলশূন্য ছিল প্রথমার্ধ। গ্যারেথ বেলের ওয়েলস ম্যাচের শুরু থেকেই ব্যাকফুটে ছিল।
তবে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় সুইজারল্যান্ড। এর ফলও পায় তারা। ম্যাচের ৪৯ মিনিটে ব্রেল এমবোলোর গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড।
৭৪ মিনিটের খেলার সমতায় ফিরে ওয়েলস। হেড থেকে গোল করেন কেইফার মোর। এরপরেই দুই দলের আক্রমণ ও প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলই একাধিকবার গোল করার খুব কাছে পৌঁছে যায়। কিন্তু কেউই আর গোল করতে পারেনি। তাই ড্র হয় ম্যাচ।
‘এ’ গ্রুপের প্রথম ম্যাচ ৩-০ গোলে জেতে ইতালি।