চমক দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

আগামী মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা আর ইকুয়েডর। এই দুটি ম্যাচ দিয়েই বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করবে লিওনেল স্কালোনির দল। আজ সোমবার (১৮ আগস্ট) ম্যাচ দুটির জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টিনার প্রাথমিক দলেই বেশ চমকই রেখেছেন স্কালোনি। দলে ডেকেছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা হোসে মানুয়েল লোপেজকে। এ মৌসুমে ৪২ ম্যাচে ১৫ গোল করা ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
দল থেকে বাদ পড়েছেন পাঁচজন ফুটবলার। ডিফেন্স থেকেই বাদ পড়েছেন তিনজন—ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো ও মারিয়ানো ত্রইলো। বাকি দুজন মিডফিল্ডার। যেখানে বড় নাম এনজো ফার্নান্দেজ। তার সঙ্গে আছেন এনজো বারেনেচিয়া। চোট কাটিয়ে উঠতে না পারায় ডাক পাননি পাওলো দিবালা।
দলে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার, ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল। এ ছাড়া তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ডিফেন্ডার জুলিও সোলারও আছেন এই দলে। স্কালোনির দলে ডাক পেয়ছেন ক’দিন আগে রিয়াল মাদ্রিদে নাম লেখানো ফ্রাঙ্কো মাস্তানতুনো।
আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলাকে আতিথ্য দিবে আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের আতিথ্য নিবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়েই শেষ হবে বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার প্রাথমিক দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, অ্যালিক্সেস ম্যাক অ্যালস্টিার, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।