জলবায়ু সচেতনতায় বার্সার অভিনব উদ্যোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/16/barcha.jpg)
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ভোগাচ্ছে সবাইকে। বৈশ্বিক এই সংকট নিয়ে দেশে দেশে তৈরি হচ্ছে সচেতনতা। জলবায়ু সচেতনতায় পিছিয়ে নেই তারকা থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা অনেক বছর ধরেই কাজ করছে ইউনিসেফের সঙ্গে। জাতিসংঘের এই শিশু বিষয়ক সংস্থাটির সঙ্গে ১৫ বছরের বেশি সময় ধরে নানান কাজ করেছে বার্সা। এবার বার্সেলোনা নজর দিয়েছে সময়ের অন্যতম প্রয়োজনীয় বিষয়ে। কাজ করবে জলবায়ু নিয়ে।
স্প্যানিশ লা লিগায় আজ রোববার (১৬ এপ্রিল) গেতাফের মুখোমুখি হবে বার্সেলোনা । খেলা হবে গেতাফের মাঠে। মাদ্রিদ শহরের ক্লাব গেতাফের বিপক্ষে খেলতে মাদ্রিদে পাড়ি জমিয়েছে জাভি হার্নান্দেজের দল। তবে বিমানে নয়, মাদ্রিদে যাওয়ার জন্য বার্সা বেছে নিয়েছে ট্রেনকে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এমনটিই জানিয়েছে কাতালান ক্লাবটি।
প্রায় ৫০৬ কিলোমিটার দূরত্বের পথ। বিমানে যেতে যেখানে সময় লাগে দেড় ঘণ্টা, ট্রেনে সেখানে সময় লাগবে প্রায় তিন ঘণ্টার মতো। ম্যাচের আগে লেভানডফস্কি, বুস্কেটস, আলাবাদের ওপর ক্লান্তি ভর করবে। তবু ট্রেন ভ্রমণের মাধ্যমে তারা নবায়নযোগ্য শক্তি বৃদ্ধি ও সরবরাহ এবং অতিরিক্ত কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে জনসচেতনতা বাড়াতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন। যাতে আগ্রহী হয়ে জলবায়ুর ইতিবাচক পরিবর্তনে এগিয়ে আসবে অনেকেই। টুইটারে ট্রেন যাত্রার ভিডিও দর্শকদের সঙ্গে শেয়ার করেছে বার্সা।
লা লিগায় চলতি মৌসুমে ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬২ পয়েন্ট। চার মৌসুম পর লিগ শিরোপা জয়ের দিকে এগিয়ে চলা বার্সা এবার যুক্ত হলো সময়োপযোগী এক কাজের সঙ্গে।