তরুণীকে পাত্তাই দিলেন না কোহলি

নভেল করোনাভাইরাসের আতঙ্কে থমকে গেছে বিশ্ব। আগের মতো মানুষের জীবন চলাচল স্বাভাবিক নেই। ক্রীড়াঙ্গনেও অচল অবস্থা। বন্ধ হয়ে গেছে বিশ্বের সব টুর্নামেন্ট। মানুষের মধ্যে স্বাভাবিক সৌহার্দ্য মেনে চলারও অবস্থা নেই। তাই তো বিমানবন্দরে এক তরুণীর সেলফি তোলার অনুরোধ রাখতে পারেননি বিরাট কোহলি। শুধু তাই নয়, সেই তরুণীকে পাত্তাই দেননি ভারতীয় অধিনায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলিকে নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুখে কালো মাস্ক পরে, কানে হেডফোন লাগিয়ে বিমানবন্দর থেকে হেঁটে বেরোচ্ছিলেন বিরাট কোহলি। এ সময় এক নারীভক্ত হুট করে ছুটে এলেন ভারতীয় অধিনায়কের কাছে। তুলতে চাইলেন সেলফি। কোহলি তাঁর দিকে তাকালেনও না। ভক্তের ডাক এড়িয়ে নিজের মতো করে হেঁটে বের হয়ে গেলেন তিনি।
অবশ্য ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা অবশ্য পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর ভিডিওটি তোলা হয়েছে। পরে অবশ্য সিরিজটি আর হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।