দুর্ঘটনার কবলে শোয়েব মালিক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/11/video-shoaib-malik-suffers-horrific-car-crash.jpg)
পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক দুর্ঘটনার কবলে পড়েছেন। ছবি : সংগৃহীত
পাকিস্তান জাতীয় দলের অন্যতম সেরা তারকা শোয়েব মালিক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। গতকাল রোববার রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের খবরে জানা গেছে, দুর্ঘটনায় শোয়েব মালিকের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ভাগ্য ভালো শোয়েবের, রক্ষা পেয়েছেন তিনি।
লাহোরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় শোয়েবের গাড়ির। একটি রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে ছিল ট্রাকটি। শোয়েবের গাড়ি গিয়ে ধাক্কা দেয় সেই ট্রাকের পেছনে।
ট্রাকের ক্ষতি না হলেও শোয়েবের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। শোয়েব গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেননি, তাই দুর্ঘটনা ঘটে। কোনো আঘাত লাগেনি এই পাকিস্তানি ক্রিকেটারের। শোয়েবের সঙ্গে গাড়িতে ছিলেন ওয়াহাব রিয়াজ। তাঁরও কোনো ক্ষতি হয়নি।