বারমুডার হয়ে ইতিহাস গড়লেন ফ্লোরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/27/olympic-1.jpg)
ফ্লোরা ডাফির হাত ধরে নিজেদের ইতিহাসে প্রথম স্বর্ণ পদক জিতেছে বারমুডা। তাই বারমুডার ৪৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন ফ্লোরা। দীর্ঘ ৪৫ বছর পর অলিম্পিকে বারমুডাকে পদক এনে দিলেন ফ্লোরা।
আজ মঙ্গলবার ওদাইবা মেরিন পার্কে টোকিও অলিম্পিকে সাঁতার, সাইক্লিং ও দৌঁড়— মিলিয়ে হওয়া ট্রায়াথলনে ১ ঘণ্টা ৫৫ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়ে স্বর্ণ জিতেছেন ফ্লোরা।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/27/2_0.jpg)
১ ঘণ্টা ৫৬ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন গ্রেট বৃটেনের জর্জিয়া টেইলর ব্রাউন। আর ১ ঘণ্টা ৫৭ দশমিক ০৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী কেটি জ্যাফার্স।
বারমুডার দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে পদক জিতলেন ফ্লোরা। এর আগে সবশেষ ১৯৭৬ সালে পদক জিতেছিল বারমুডা। সেবার মন্ট্রিল অলিম্পিকসে পুরুষদের হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন ক্লারেন্স হিল। সেটি ছিল বারমুডার প্রথম অলিম্পিক পদক।