মুশফিকের রিভার্স সুইপ নিয়ে সমালোচনা নয়, বলছেন মুমিনুল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/11/mushi-mominul.jpg)
পোর্ট এলিজাবেথে মুশফিকুর রহিম যখন ব্যাটিংয়ে নামেন তখন চরম বিপদে বাংলাদেশ। ওই মুহূর্তে উইকেট আগলে রাখাটাই মূল কাজ ছিল মুশফিকের। কিন্তু সেটা না করে অবিশ্বাস্য ভুল শট খেলে বসলেন মুশফিক। নিজের চিরচেনা সেই ট্রেডমার্ক রিভার্স সুইপ খেলতে গিয়ে প্রতিপক্ষকে উইকেট বিলিয়ে দিলেন অভিজ্ঞ এই ব্যাটার।
মুশফিকের এমন দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি অবাক হয়েছেন ধারাভাষ্যকাররাও। চারদিকে যখন এত সমালোচনা তখন অধিনায়ক মুমিনুল হককে পাশে পেলেন মুশফিক। বিষয়টি নিয়ে আর সমালোচনা না করার অনুরোধ করলেন বাংলাদেশ অধিনায়ক।
নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে তখন এত কঠিন পরিস্থিতি দেখেও মুশফিক খেলে ফেললেন আত্মঘাতী শট। সাইমন হার্মারের ফুল লেংথ বলে রিভার্স সুইপ করার চেষ্টা করেন মুশফিক। ব্যাটের নিচ দিয়ে বল গিয়ে লাগে স্টাম্পে। ১৩৬ বলে ৫১ রানে আউট মুশফিক। মুশফিকের আউটের সঙ্গে সঙ্গে আশাও শেষ হয়ে যায় বাংলাদেশের। ফলোঅনও এড়াতে পারল না বাংলাদেশ। থেমে যায় মাত্র ২১৭ রানে।
মুশফিকুরের রিভার্স সুইপ শটের প্রতি সমর্থন জানিয়ে ম্যাচের পর মুমিনুল বলেন, ‘রিভার্স সুইপ তো ক্রিকেটের একটা শট, তাই না? ক্রিকেটের বাইরের শট তো নয়। এই শট তো খেলতেই পারেন। উনার গেম প্ল্যান-এ থাকলে তো খেলবেই। আর এমন নয় যে এটা খেলে উনি রান করেননি বা খুব অসফল। আমার কাছে মনে হয় উনাকে সাপোর্ট করা উচিত এবং আমি সাপোর্ট করি।’
এরপর মুমিনুল বলেন, ‘এই শটে উনি সফল কিন্তু! আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। একটা সময় কিন্তু আমার সময়ও ছিল বা অনেকের সময় ছিল। আপনি আপনাদের অনুরোধ করতে পারি, আপনারা যদি জিনিসটা নিয়ে না বলার জন্য। আপনারা অনুরোধ মানলে বাংলাদেশ দলের জন্য ভালো, সিরিয়াসলি বললাম। আপনারা যদি জিনিসটা নিয়ে অনেক বেশি জোর দেন, উনাকে অনেক বেশি বলতে থাকলে এটা উনার নিজের জন্য খারাপ, আমাদের দলের জন্য খারাপ, বাংলাদেশ দলের জন্য খারাপ, আপনার দেশের জন্য খারাপ।’