রিয়ালের দোকানে ডাকাতি

রিয়াল মাদ্রিদের অফিশিয়াল দোকানে ডাকাতি হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার সকালে রিয়ালের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুর দোকানে ডাকাতি হয়।
মার্কা জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সকাল ৬টায় দুস্কৃতকারীরা দোকানের সামনে হাজির হয়। এরপর গাড়ি নিয়ে দোকানে ঢুকে লুটপাট চালানো হয়।
এরপর তারা রিয়ালের জার্সি, শার্ট ও অন্যান্য ক্লাব-ব্র্যান্ডেড পণ্য দিয়ে তিনটি গাড়ি ভর্তি করে করে চলে যায়। প্রায় ১৫ মিনিট পর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে মাদ্রিদের পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নম্বর প্লেট দেখে এই ডাকাতির ঘটনায় ব্যবহার করা গাড়িগুলো শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। যদিও কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান হল, যে তিনটি গাড়ি করে ডাকাতেরা এসেছিল। তিনটি গাড়িই চুরি করা। যা অপরাধীদের শনাক্ত করতে দেরি করতে পারে।