লিগে দারুণ সূচনা বসুন্ধরা কিংসের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুভসূচনা করেছে বসুন্ধরা কিংস। আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের উদ্বোধনী ম্যাচে তারা উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছে।
বসুন্ধরার জয়ের নায়ক আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা ও মোহাম্মদ ইব্রাহিম।
সদ্য ফেডারেশন কাপে চ্যাম্পিয়ান হয়েছে বসুন্ধরা কিংস। দুই দিনের ব্যবধানে লিগের প্রথম ম্যাচ খেলতে নেমে দারুণ সাফল্য পেয়েছে দলটি।
তবে প্রথম গোলের দেখা পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে বসুন্ধরার। ম্যাচের ৩৫ মিনিটে বিশ্বনাথ ঘোষের ক্রসে এক ডিফেন্ডারের মাথা হয়ে বল পেয়ে বেসেরা দারুণ হেডে জড়ান।
৫৫ মিনিটে ইব্রাহিমের গোলে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা। বেসেরার বাড়নো বলে তিনি চমৎকার প্লিসং শটে গোলটি করেন।
করোনাভাইরাসের কারণে বাতিল হওয়া গত লিগের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা।
এই কদিন আগে ফেডারেশন কাপের শিরোপা জেতে বসুন্ধরা। গত আসরেও চমকে দিয়েছিল তারা। দুর্দান্ত ফুটবল খেলে সেবার প্রথম শিরোপা ঘরে তুলেছিল তারা। এবারো ছন্দ ধরে রাখে তারা। টানা দ্বিতীয়বার মৌসুমের প্রথম আসরের শিরোপা জেতে দলটি।