সিরিজে সমতায় ফিরল জিম্বাবুয়ে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/18/zim.jpg)
জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের লড়াই। ছবি : সংগৃহীত
শেষ দুই ওভারে জয়ের জন্য স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ১৭ রান। হাতে ছিল চার উইকেট। কঠিন লক্ষ্য না হলেও শেষ ওভারে চার উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসে স্কটল্যান্ড। নাটকীয়ভাবে ম্যাচটি ১০ রানে জিতে নেয় জিম্বাবুয়ে। এই ম্যাচ জিতে সিরিজটি ১-১-এ সমতা ফেরায় তারা।
ম্যাচে টস জিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ১৩৬ রান তোলে। সিয়ান উইলিয়ামস সর্বোচ্চ ৬০ রান করেন। অধিনায়ক ক্রেগ অরভিন করেন ৩০ রান। স্কটল্যান্ডের ইভান্স, ওয়াট, গেভিন ও লিস্ক একটি করে উইকেট নেন।
জবাবে স্কটল্যান্ডের ইনিংস থামে ১২৬ রানে। তারা জয়ের একেবারেই কাছাকাছি চলে গেলেও শেষ ওভারে চর বলে চার উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসে।
স্কটল্যান্ডের হয়ে ৪২ রান করেন রিচি বেরিংটন। সমান ৪২ রান করেন ম্যাথিউ ক্রসও। আর ২৫ রান করেন লিস্ক।