ক্রিকেটে ফিরছে পুরনো রীতি, জিম্বাবুয়েকে ভ্রমণ ফি দেবে ইসিবি
আধুনিক ক্রিকেটে যা কখনও দেখা যায়নি, এবার তেমনটাই করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথমবারের মতো কোনো সফরকারী দলকে ভ্রমণ ফি দিতে যাচ্ছে ইংলিশরা। এমনটাই জানিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড। যদিও অতীতে সফরে আসা দলকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হতো আয়োজক দেশের বোর্ডকে।
প্রায় দুই যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে জিম্বাবুয়ে। মূলত আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আয়ের যে অসমতা, সেটি কমিয়ে আনার প্রচেষ্টার অংশ এই ট্যুর ফি। এই বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্ড গুল্ড জানান, ‘এটা অনেক বড় একটি দায়িত্ব। আইসিসির রাজস্ব বন্টন পদ্ধতির কথা বলুন কিংবা দ্বিপাক্ষিক সিরিজের রাজস্ব ভাগাভাগি করা, সত্যি বলতে এসব যেভাবে হয়ে আসছে, তা পুরোনো হয়ে গেছে। এখানে পরিবর্তনের প্রয়োজন।’
রিচার্ড আরও যোগ করেন, ‘আগামী বছর জিম্বাবুয়ে আসবে ইংল্যান্ড সফরে। এমনিতে সফরকারী দলের আবাসন ও অন্যান্য কিছুর দায়িত্ব আয়োজক বোর্ডের থাকে। কিন্তু সফরে অংশ নেওয়ার জন্য কোনো ফি দেওয়া হয় না। আগামী বছর যখন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলব, সফরে আসার জন্য ওদেরকে ফি দেব।’
নিয়ম অনুযায়ী যে কোনো দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে বিমান ভাড়াসহ আনুসঙ্গিক নানা খরচ বহন করতে হয় সফরকারী বোর্ডকে। যার ফলে টিভি সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, টিকিট বিক্রিসহ পুরো সিরিজের সবটুকু আয় আয়োজক বোর্ডের কোষাগারে জমা হয়। সফরকারী দল আর্থিকভাবে কোনো লাভের অংশ পায়না। তবে, সেই পুরোনো রীতি পাল্টে এবার ভ্রমণ ফি চালুর মাধ্যমে নতুন শুরু করতে যাচ্ছে ইসিবি।