হাসপাতাল ছেড়েছেন স্বর্ণজয়ী মারজান

এসএ গেমসের চলতি আসরে প্রথম বাংলাদেশি নারী হিসেবে গত মঙ্গলবার স্বর্ণ জয়ের সুখবর দেন মারজান আক্তার প্রিয়া। স্বর্ণ জয়ের উল্লাসের ২৪ ঘণ্টা না পেরোতেই মাথায় আঘাত পান তিনি। নেপালে গতকাল বুধবার কারাতের দলগত ইভেন্টে গুরুতর আঘাত পান মারজান। পরক্ষণে আঘাতপ্রাপ্ত মারজানকে জরুরি ভিত্তিতে কাঠমান্ডুর ব্লু ক্রস হাসপাতালে ভর্তি করানো হয়।
তবে আশার খবর হলো, মারজানকে নিয়ে কোনো শঙ্কা নেই। তাঁর সিটি স্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন স্বর্ণজয়ী মারজান।
ব্লু ক্রস হাসপাতালের অর্থো সার্জন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রাজ্জ্বল মানের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানান শঙ্কা না থাকার কথা। তিনি বলেন, ‘সিটি স্ক্যান করা হয়েছে। সে রিপোর্টও নরমাল এসেছে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। সমস্যা নেই। ডাক্তার ওকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রেখে ছাড়পত্র দেবেন।’ দুই ঘণ্টা পর ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছাড়েন মারজান।
এই দুঃসংবাদের মধ্য দিয়েই গতকাল কুমিতে দলগত ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে লড়েছে বাংলাদেশ। দলগত লড়াইয়ে পাকিস্তানের কাছে হেরে রুপা জিতেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।
এর আগে নারী এককের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হন মারজান। স্বর্ণ জয়ের মঞ্চে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন তিনি। ফাইনালের আগে সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীর বিপক্ষে ২-১ পয়েন্টের ব্যবধানে জয় পান বাংলাদেশের এই প্রতিযোগী।