হিমালয়ে বাংলাদেশের সোনালি সকাল

দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) দারুণ দিন দেখল বাংলাদেশ। বলা চলে, একেবারে সোনায় মোড়ানো, যাতে কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে তিনটি স্বর্ণ জিতেছে লাল-সবুজরা।এ ছাড়া রৌপ্যপদকও জিতেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।
আজ মঙ্গলবার দিনের শুরুতে স্বর্ণ জয়ের প্রথম সুখবর দেন আল আমিন। এরপর স্বর্ণ এনে দেন মারজান আক্তার প্রিয়া। এরপর এক ঘণ্টার মাথায় আরেকটি স্বর্ণ জয়ের খবর দেন আগের দিন ব্রোঞ্জ জেতা হোমায়রা আক্তার অন্তরা।
সকালে কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতে নিয়েছেন আল আমিন। ফাইনালে পাকিস্তানের প্রতিযোগী জাফরের বিপক্ষে ৭-৩ পয়েন্টে জেতেন তিনি। এর আগে সেমিফাইনালে নেপালের প্রতিপক্ষকে ৭-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই ক্রীড়াবিদ।
এরপর কয়েক ঘন্টা বাদে নারী এককের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হন মারজান আক্তার প্রিয়া। স্বর্ণ জয়ের মঞ্চে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারান তিনি। এর আগে সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীর বিপক্ষে ২-১ পয়েন্টের ব্যবধানে জয় পান বাংলাদেশের এই প্রতিযোগী।
এর কিছু সময় পরই তৃতীয় স্বর্ণ জয়ের খবর দেন হোমায়রা আক্তার অন্তরা। গতকাল সোমবার তাঁর হাত ধরেই এবারের এসএ গেমসে প্রথম পদক জিতেছিল বাংলাদেশ। তবে গতকাল স্বর্ণ জিততে পারেননি তিনি, ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। আজ সেই আক্ষেপ মিটিয়েছেন বাংলাদেশের এই প্রতিযোগী। নারী এককে অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে নেপালের অনু গুরুংকে ৫-১ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছেন হোমায়রা।
তারআগে গতকাল বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জেতেন দিপু চাকমা। দুদিনে এই নিয়ে চারটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। গত আসরে মোট মিলিয়ে চারটি স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। এবার সেই সাফল্য ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় লাল-সবুজের প্রতিযোগীরা।
সোনা ছাড়াও আজ রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের প্রতিযোগীরা। সকালে কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রুপা জয়ের গৌরব অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আরেক ক্রীড়াবিদ ফেরদৌস।
এরপর অ্যাথলেটিকস ইভেন্টের প্রথম দিনেই পদকের দেখা পান মাহফুজুর রহমান। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ছেলেদের হাই জাম্পে সোনা জিততে না পারলেও বাংলাদেশের জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। ২.১৬ মিটার উচ্চতা টপকে যুগ্মভাবে দ্বিতীয় হয়ে রুপা জেতেন তিনি। এসএ গেমসের ইতিহাসে হাই জাম্পের ইভেন্টে এটাই বাংলাদেশের প্রথম পদক।
সাফল্য এসেছে নারী ক্রিকেট ইভেন্টেও। নারী ক্রিকেট ইভেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেয়েদের ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়েছে লাল-সবুজের দল।