বোল্টকে দেখেই মেজবাহর সাফল্য

২০১৩ সালে প্রচারের আলোয় আসেন তিনি। বাংলাদেশ গেমসে সেবার ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে বেশ তাক লাগিয়ে দেন মেজবাহ আহমেদ। এরপর থেকে টানা তিনটি জাতীয় মিটে শ্রেষ্ঠত্ব দেখান নৌবাহিনীর এই অ্যাথলেট। এবারের জাতীয় মিটে দ্রুততম মানব হয়ে টানা পাঁচটি শিরোপা ঘরে তুলেছেন তিনি। মাঝখানে একবার সামার অ্যাথলেটিকসের শিরোপা পান।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় মিটে মেজবাহ স্বর্ণ জিতেছেন ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে। গত অলিম্পিকে তাঁর টাইমিং ছিল ১১.৩৪ সেকেন্ড। ১০.৭০ সেকেন্ডে সময় নিয়ে দ্বিতীয় হন নৌবাহিনীর আবদুর রউফ ও ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর শরিফুল ইসলাম।
বোল্টকে দেখেই নাকি অনুপ্রাণিত হন মেজবাহ। এ সম্পর্কে তিনি বলেন, ‘বরাবরই দেখা যায় বোল্ট দৌড়ের শেষ সময়ে এসে বাড়তি গতি দিয়ে শরীর ছেড়ে দেন। এটি তাঁর সাফল্যের মূল কারণ। এদিন আমিও তাই করেছি বলেই এই সাফল্য পেয়েছি। তা ছাড়া এদিন আমাকে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। এমনটা আমি আশা করিনি।’