ওয়ানডে সিরিজ শেষ মুশফিকের

রানখরা কাটিয়ে কেবলই ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড সিরিজের শুরুটাও করেছিলেন দারুণভাবে। প্রস্তুতি ম্যাচে ৪৫ রানের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও অপরাজিত ছিলেন ৪২ রান করে। কিন্তু ইনজুরির কবলে পড়ায় থেমে যেতে হলো বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ককে। এখন বেশ খানিকটা সময় মাঠের বাইরেই থাকতে হবে মুশফিককে। খেলতে পারবেন না ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো।
গত সোমবার ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডের ৩৮তম ওভারে রান নিতে গিয়ে চোট পেয়েছিলেন মুশফিক। রানআউট থেকে বাঁচতে গিয়ে ডাইভ দিয়েছিলেন মরিয়াভাবে। তখনই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। ফলে প্রায় দুই সপ্তাহ দর্শক হয়েই থাকতে হবে মুশফিককে। সিরিজের শুরুতেই দলের অন্যতম এই ব্যাটিং ভরসাকে হারানোটা যে বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা, তা স্বীকারই করে নিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘মুশফিক অনেক দিন ধরেই দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসেবে খেলছে। কাজেই এটা একটা ধাক্কা। কিন্তু এটা খেলারই অংশ।’ মুশফিককে কত দিন মাঠের বাইরে থাকতে হতে পারে—এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেছেন, ‘আমরা ধরে নিচ্ছি দুই সপ্তাহ। এর আগে যদি সে ফিট হয়, তাহলে সেটা বোনাস।’
আগামী ২৯ ও ৩১ তারিখে ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর নতুন বছরের শুরুতেই মাঠে নামতে হবে টি-টোয়েন্টি সিরিজে। ৩ থেকে ৮ জানুয়ারির মধ্যে বাংলাদেশ খেলবে তিনটি ম্যাচ। এগুলোতে যে মুশফিক খেলতে পারবেন না, তা নিশ্চিতই হয়ে গেছে। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে হয়তো আবার মাঠে ফিরতে পারেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। কিন্তু সেটা নিয়েও শঙ্কা পুরোপুরি কাটেনি।
মুশফিকের অনুপস্থিতিতে দলে আসবেন নুরুল হাসান সোহান।