কখনই কোচ হবেন না রোনালদিনিয়ো

সব সময়ই বিপক্ষ দলের কোচ-ফুটবলারদের তটস্থ রাখতেন রোনালদিনিয়ো। তাঁর ভয়ে কোণঠাসা হয়ে থাকতেন প্রতিপক্ষ কোচ। তবে ব্রাজিল তারকা জানালেন, কোচ হওয়াটা মোটেও পছন্দ নয় তাঁর। ফুটবল থেকে অবসর নেওয়ার পর কখনই কোচ হবেন না তিনি। ছুটি কাটাতে বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক তারকা এখন ফ্রান্সে রয়েছেন। নিজের সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে ঘুরতে এসেছেন রোনালদিনিয়ো।
পুরোনো ক্লাবে এসে সতীর্থ-কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন এই তারকা ফুটবলার। এরই ফাঁকে দিয়ে চলেছেন সাক্ষাৎকার। আজ পিএসজির সঙ্গে মোনাকোর খেলাটাও মাঠে বসে উপভোগ করবেন তিনি। রোনালদিনিয়ো বলেন, ‘আমি কখনই কোচ হবো না, কারণ ৯০ মিনিট নিজের উত্তেজনা ধরে রাখতে পারব না আমি।’ সাবেক তারকা এই ফুটবলার মনে করেন, কোচ হওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তিনি বলেন, ‘মাঠের বাইরে থেকে ফুটবল দেখাটা আনন্দের। তবে আপনি যখন কোচ হবেন, সেটা আপনার জন্য যন্ত্রণার হবে। কারণ, পুরো সময়টাই টেনশনে থাকবেন আপনি। আর আমার হৃদয় ততটাও শক্ত নয়।’
কিছুদিন আগেই বলেছিলেন, পিএসজির হয়েই ক্যারিয়ারটা শেষ করতে চান তিনি। তাহলে কি সাবেক ক্লাবের সঙ্গে আবার নতুন করে চুক্তি করতেই ফ্রান্সে এসেছেন রোনালদিনিয়ো? বেশ কৌশলেই জবাব দিয়েছেন তিনি। বলেন, ‘সেভাবে হিসাব করলে আমি এই ক্লাবেরই সন্তান। কারণ, পেশাদার ফুটবলটা এখান থেকেই শুরু করেছি আমি। এখানে অসংখ্য ভালো স্মৃতি রয়েছে আমার।’
২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত পিএসজিতে খেলেন রোনালদিনিয়ো। এরপর চলে যান বার্সেলোনায়। এরপর ২০০৮-০৯ মৌসুমে যোগ দেন এসি মিলানে। ২০১১ সালে ব্রাজিলের ফ্লামেঙ্গোতে চলে আসেন এই ফুটবলার। এরপর ২০১৪ সালে ব্রাজিলের ক্লাব আতলেতিকো মিনেইরো থেকে বিদায়ের পর থেকেই ফুটবলবিশ্বে অনিয়মিত হয়ে পড়েন রোনালদিনিয়ো। দীর্ঘ সময় খেলে যাওয়ার মতো কোনো ক্লাব খুঁজে পাচ্ছেন না ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা।
বর্ণিল ফুটবল ক্যারিয়ারে প্রায় সব সাফল্যই পেয়েছেন রোনালদিনিয়ো। ২০০২ সালে ব্রাজিলের জার্সি গায়ে জিতেছেন বিশ্বকাপ শিরোপা। ২০০৬ সালে বার্সেলোনার হয়ে জিতেছেন ইউরোপ-সেরার লড়াই চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন টানা দুবার।