মেসির রেকর্ডের দিনে বার্সার জয়
আলকাসের গোলে বার্সা তখন এক গোলে এগিয়ে। বিরতির খানিক আগে দুর্দান্ত এক ফ্রিকিকে গোল করেন মেসি। আর তাতেই বার্সার হয়ে সবচেয়ে বেশি ফ্রিকিক থেকে গোলের মালিক হয়ে যান আর্জেন্টাইন ফুটবল তারকা। এর আগে নেদারল্যান্ডসের রোনাল্ড কোমেন বার্সার হয়ে ফ্রিকিকে ২৬টি গোল করেন। আলকেস, মেসি আর ভিদালের গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল লুইস এনরিকের দল।
ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত বিলবাও। তৃতীয় মিনিটে রাউল গার্সিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে। ১১তম মিনিটে ইনাকি উইলিয়ামস ফাকায় বল পেয়েও বার্সার জালে জড়াতে পারেননি। তবে ১৮ মিনিটে আলকাসের গোলে এগিয়ে যায় বার্সা। বাঁ প্রান্ত থেকে নেইমারের বাড়ানো দুর্দান্ত এক পাসে গোল করেন আলকাস। বার্সার জার্সিতে আলকাসের এটি প্রথম গোল।
বিরতির পাঁচ মিনিট আগে দারুণ এক ফ্রিকিক থেকে দ্বিতীয় গোল করেন মেসি। ডি-বক্সের ডানপ্রান্ত থেকে নেওয়া মেসির জোরালো শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার মিনিটখানেক আগে নেইমারের দারুণ একটি আক্রমণ ব্যর্থ হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতির পরও বিলবাওয়ের ওপর চাপ অব্যাহত রাখে বার্সা। ৬৭তম মিনিটে বার্সার বড় জয় নিশ্চিত করেন ভিদাল। ডি-বক্সের ভেতরে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। শেষের দিক গোলের আরো অন্তত তিনটি সুযোগ নষ্ট করে বার্সা।
এই জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা। রিয়ালের পয়েন্ট ৪৬, তবে বার্সার চেয়ে দুটি ম্যাচ কম খেলেছে লস ব্লাঙ্কোসরা।

স্পোর্টস ডেস্ক