প্রথমবার এশিয়া কাপ বাছাইয়ের ফুটসাল দল ঘোষণা বাংলাদেশের

ক’দিন আগেও জাতীয় পর্যায়ে সেভাবে পরিচিত ছিল না ফুটসাল। তাবিথ আউয়ালের বোর্ডের অধীনে নতুন মাত্রা পেয়েছে খেলাটি। অন্যান্য দেশে জনপ্রিয় এই খেলাটিকে এগিয়ে নিতে নিয়োগ দেওয়া হয়েছে বিদেশী কোচ। প্রথমবার এএফসি এশিয়া কাপ বাছাইয়ের নামে বাংলাদেশ ফুটসাল দল। সেই মিশনের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। ইরানি কোচ সাঈদ খোদারাহমির অধীনে চলবে নিবিড় অনুশীলণ। লক্ষ্য আগামী মাসে মালয়েশিয়ার এশিয়া কাপ বাছাই।
ইতোমধ্যেই এশিয়া কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে অভিষেক আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। এশিয়ার ফুটসালের বর্তমান ও সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ইরানকে পেয়েছে বাংলাদেশ। এছাড়াও স্বাগতিক মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত লাল-সবুজের প্রতিনিধিত্বকারীদের সঙ্গী হয়েছে।
আগামী ২০-২৪ সেপ্টেম্বর মালয়েশিয়াতে অনুষ্ঠিত বাছাইপর্ব। বাছাইপর্ব শেষে আটটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।
এর আগে গত জুলাইয়ে ফুটসালের দল গঠন করতে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে। সেই ট্রায়াল থেকে বাছাইকৃতদের নিয়ে চলছিল অনুশীলন। সেই তালিকা এবার আরেকটু ছোট করে এনেছেন কোচ সাঈদ খোদারাহমি।
ফুটবলের দলগুলোতে সাধারণত তিনজন গোলরক্ষক রাখা হলেও ফুটসালের এই দলে মোট চারজন গোলরক্ষক রেখেছেন বাংলাদেশের ইরানি কোচ সাঈদ খোদারাহমি।
ফুটসালের প্রাথমিক স্কোয়াড:
নাঈম রেজা, জাহিদ হাসান রাব্বি, নাঈম পারভেজ, তান্নুভ মেহতাব, রাহবার খান স্মরণ, মাহমুদুল হাসান কিরণ, প্রেণচং মারো, কাজী ইব্রাহীম আহমেদ মৃদুল, মোহাম্মদ তুহিন, তৌহিদুল ইসলাম, সামসুদ্দিন খান লিমন, ইনতিশার মোস্তফা, ফায়েদ আজিম ইফতি, আবির হোসাইন, ফোয়ায়েজ আহমেদ পিয়াজ, মঈন আহমেদ, শ্রাবণ মেহেদী শাকিল, রাজন সরকার, তাজওয়ার বিন কাশেম নিটল, আসিফ ইমরান।