এবার রিয়ালের গোলের রেকর্ড

ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪০টি ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড আগেই গড়েছিল জিনেদিন জিদানের শিষ্যরা। এবার টানা গোল করার নতুন রেকর্ডও গড়েছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব।
লা লিগায় গত শনিবার রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে এসপানিওলকে। এ নিয়ে টানা ৪২টি ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়ালেন রিয়ালের ফুটবলাররা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটাই টানা গোল করার নতুন রেকর্ড। লা লিগার এবারের মৌসুমে প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলাররা।
ইনজুরি কাটিয়ে দীর্ঘ তিন মাস পর মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন গ্যারেথ বেল। ৮৩ মিনিটের মাথায় ওয়েলসের এই ফরোয়ার্ড করেছিলেন দলের পক্ষে দ্বিতীয় গোল। এর আগে প্রথমার্ধে রিয়ালের প্রথম গোলটি এসেছিল আলভারো মোরাতার সৌজন্যে।
এসপানিওলের বিপক্ষে ২-০ গোলের এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫২ পয়েন্ট। ২৩ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে তৃতীয় স্থানে। ২২ ম্যাচ খেলে তাদের ঘরে জমা হয়েছে ৪৮ পয়েন্ট। আজ রোববার নিচের সারির দল লেগানেসের বিপক্ষে জয় পেলে অবশ্য সেভিয়াকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবে কাতালানরা।