ডিসেম্বরে ফিফা সভাপতি নির্বাচন?

ফিফা সভাপতি নির্বাচনের ঠিক দুই দিন আগে দুর্নীতি আর অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল সুইস পুলিশ। সেই ডামাডোলের মধ্যেই টানা পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেপ ব্ল্যাটার। তুমুল সমালোচনার মুখে অবশ্য পদটা ধরে থাকেননি, সরে দাঁড়িয়েছিলেন সভাপতি নির্বাচিত হওয়ার মাত্র চারদিন পর।
তার পর থেকেই ফিফার পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে ফুটবলবিশ্বে গুঞ্জন। প্রশ্নটার উত্তর মিলতে পারে এ বছরের শেষ দিকে। বিবিসির এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি নির্বাচন আগামী ১৬ ডিসেম্বর হতে পারে। জুরিখে ফিফার এক জরুরি বৈঠক থেকে এই তথ্য জানা গেছে বলে উল্লেখ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন সভাপতি নির্বাচনের জন্য ফিফার ২০৯টি সদস্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিকে সুইজারল্যান্ডে আমন্ত্রণ জানানো হবে।’
ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও পরবর্তী সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ব্ল্যাটারের দায়িত্ব পালন করে যাওয়ার ইচ্ছা আছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। এই নির্বাচন কবে হবে, তা জুলাইয়ের আগে নিশ্চিতভাবে জানার উপায় নেই। তবে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি জরুরি কংগ্রেস আয়োজনে আগ্রহী ব্ল্যাটার। জুলাইয়ে সভাপতি নির্বাচনসহ আরো কিছু বিষয় নিয়ে নির্বাহী কমিটির সভা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফিফা।
ফিফার পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জর্ডানের প্রিন্স আলী বিন আল-হুসেইন। গত মাসে সভাপতি নির্বাচনে ব্ল্যাটারের কাছে হেরে যান তিনি। সম্ভাব্য আরেক প্রার্থী দক্ষিণ কোরিয়ার ধনকুবের চুং মং-জুন।
এদিকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার ও পরে জামিন পাওয়া ফিফার সাবেক সহ-সভাপতি জ্যাক ওয়ার্নার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের। তাঁর দাবি, ২০২২ বিশ্বকাপ আয়োজনের সুযোগ না পাওয়ায় ‘প্রতিহিংসাবশত’ মার্কিনিরা ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্রের অধীনে সঠিক তদন্ত ও বিচার সম্ভব নয় বলেও মনে করেন ৭২ বছর বয়সী ওয়ার্নার।