মেক্সিকো-বলিভিয়াকে দর্শকদের দুয়ো!

ফুটবল গোলের খেলা। গোল না হলে দর্শকরা হতাশ হতেই পারেন। কিন্তু গোলবিহীন ম্যাচ একেবারে নিরুত্তাপ হলে যে দুয়োও শুনতে হয়, সেই তিক্ত অভিজ্ঞতা হল বলিভিয়া ও মেক্সিকোর ফুটবলারদের। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর দর্শকদের দুয়ো সঙ্গে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।
‘এ’ গ্রুপের ম্যাচটিতে হাতে গোনা কয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছেন বলিভিয়া ও মেক্সিকোর ফুটবলাররা। রিকার্দো পেদ্রিয়েল অবশ্য দুর্ভাগা ভাবতেই পারেন নিজেকে। বলিভিয়ান এই ফরোয়ার্ডের শট ফিরে এসেছে গোলপোস্টে লেগে। দ্বিতীয়ার্ধে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন রাউল জিমেনেজও। কিন্তু খুব কাছ থেকে হেড করেও বল কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাতে পারেননি মেক্সিকোর এই স্ট্রাইকার। এছাড়া মেক্সিকানদের একটি পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি।
নিষ্প্রাণ ম্যাচে ড্র করে একটি করে পয়েন্ট পেলেও মাঠ থেকে ফেরার সময় দর্শকদের দুয়োর লজ্জায় পড়তে হয়েছে দুই দলের ফুটবলারদের। মেক্সিকো-বলিভিয়া ড্র করায় তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে চিলি। উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের স্বাগতিকরা ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে।
কোপা আমেরিকায় রোববার মাঠে নামবে দুই শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা ও উরুগুয়ে। আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। গতবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের প্রতিপক্ষ জ্যামাইকা।