ওমানের কাছে হেরে গেল বাংলাদেশ

যে ওমানের বিপক্ষে একসময় সহজেই জয় পেত, সে দলটির কাছেই হেরে গেছে বাংলাদেশ। ঘরের মাঠে বিশ্ব হকি লিগে দুবার এগিয়ে গিয়েও হার এড়াতে পারেনি জিমি-চয়নরা।
মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওমান ৩-২ গোলের জয় তুলে বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে।
অবশ্য এই ম্যাচ জিততে পারলে সুবিধাই হতো বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে কিছুটা দুর্বল প্রতিপক্ষ পেত। তাই শেষ চারে ওঠারও একটা আশা ছিল।
কিন্তু বাংলাদেশের সেই আশা করাটা এখন ভুল হবে। আগামী বৃহস্পতিবার শেষ আটে তারা প্রতিপক্ষ পেয়েছে মিসরকে, শক্তিতে যারা বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে।
অবশ্য এদিনের ম্যাচের আট মিনিটে মামুনুর রহমান চয়নের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোকে সেই গোল সমতায় আনেন ওমানের অধিনায়ক মোহাম্মদ জানদাল।
ম্যাচের ১৭ মিনিটে আবার এগিয়ে যায় বাংলাদেশ। রাসেল মাহমুদ জিমির বাড়ানো বল ধরে ওমান গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল পোস্টে পাঠান রোমান সরকার।
এর পরই যেন বদলে যায় ম্যাচের চিত্র। ২৪ মিনিটে মুহানা হাসানি ও ২৬ মিনিটে খালিদ পরপর দুই গোল করে অতিথি দলটি ম্যাচে শুধু এগিয়েই যায়নি, শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে ম্যাচে জয়ের উল্লাস করে।