শুরুতেই আর্জেন্টিনার হোঁচট

আর্জেন্টিনার বর্তমান এই দলটি যদি কোপা আমেরিকার শিরোপা জিততে না পারে, তাহলে সেটা ‘ক্ষমার অযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন কোচ জেরার্ডো মার্টিনো। কোনোরকম সমস্যা-বিপত্তি ছাড়াই লাতিন আমেরিকান ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমেছিলেন মেসি-অ্যাগুয়েরোরা। কিন্তু এবারের আসরের অন্যতম ফেভারিটরা হোঁচট খেয়েছে নিজেদের প্রথম ম্যাচেই। প্যারাগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে পয়েন্ট ভাগাভাগি করে। অপর ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ‘বি’ গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে উরুগুয়ে।urgentPhoto
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে দলের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন আর্জেন্টাইন আক্রমণভাগের দুই প্রধান সেনানী সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসি। ২৯ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করেন আগুয়েরো। ৩৬ মিনিটে মেসির গোলটি এসেছে পেনাল্টি থেকে।
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্যারাগুয়ে। ৬০ মিনিটের মাথায় নেলসন ভালদেজ শোধ করে দেন একটি গোল। তার পরও বাকিটা সময় ২-১ গোলেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে মেসি বাহিনীর সর্বনাশ করেন লুকাস ব্যারিয়োস। শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে খেলায় সমতা ফেরান প্যারাগুয়ের স্ট্রাইকার।
অপর ম্যাচে উরুগুয়ে ১-০ গোলের জয় পেয়েছে জ্যামাইকার বিপক্ষে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন উরুগুয়ের উইঙ্গার ক্রিস্টিয়ান রদ্রিগেজ।