‘জার্মানি’ পিছু ছাড়ছে না ব্রাজিলের!

গত বছর ঘরের মাঠের বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃখ হয়তো এখনো ভুলতে পারেনি ব্রাজিলের ফুটবলপ্রেমীরা। সেই দুঃখের ক্ষতে প্রলেপ দেওয়ার লক্ষ্যে কোপা আমেরিকা শুরু করতে যাচ্ছে ‘সেলেসাও’রা। কিন্তু ‘মিশন কোপা আমেরিকা’তেও জার্মানি পিছু ছাড়ছে না ব্রাজিলের। লাতিন আমেরিকার সেরা ফুটবল টুর্নামেন্টের এবারের আয়োজক চিলি। আর চিলিতে ব্রাজিলকে যেখানে থাকতে হচ্ছে সেই সড়কের নাম জার্মানি অ্যাভিনিউ! রোববার বাংলাদেশ সময় গভীর রাতে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পেরু। ম্যাচটি হবে জার্মান বেকার স্টেডিয়ামে! কোপা আমেরিকার শুরু থেকে ব্রাজিলকে যেন তাড়া করে বেড়াচ্ছে জার্মান-দুঃস্বপ্ন।
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বড় ধরনের পরিবর্তন এসেছে ব্রাজিলিয়ান ফুটবলে। দ্বিতীয় দফা কোচের দায়িত্ব নিয়ে দলকে সাফল্যের ধারায় ফিরিয়েছেন দুঙ্গা। ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়কের অধীনে টানা ১০ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কোপা আমেরিকায় অংশ নিতে যাচ্ছে ব্রাজিল। জার্মানির বিপক্ষে সেই লজ্জার ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করেছিলেন দাভিদ লুইজ। এই ডিফেন্ডারের দাবি, জার্মান-দুঃস্বপ্নকে পেছনে ফেলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন অনেক আত্মবিশ্বাসী, ‘বিশ্বকাপের যন্ত্রণাকে ভুলে খেলোয়াড়রা এখন অনেক পরিণত। আমরা প্রতিদিনই বেড়ে উঠছি, বিকশিত হচ্ছি।’
বিশ্বকাপের পর টানা ১০ জয় পাওয়া ব্রাজিল প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ২১ বার। গোল হজম করেছে মাত্র দুটি। এই পরিসংখ্যানেই যেন ব্রাজিলের শক্তিশালী আক্রমণ ও রক্ষণভাগের কথা উচ্চারিত হচ্ছে।
অধিনায়ক নেইমার বার্সেলোনার জার্সি গায়ে সদ্য জিতে এসেছেন ট্রেবল। তাঁর বার্সা সতীর্থ ও অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজের শেষ মুহূর্তে দলে যোগ দেওয়াও ‘সেলেসাও’দের উজ্জীবিত করবেই।
ইতিহাসও অনুপ্রেরণা জোগাতে পারে ব্রাজিলকে। বর্তমান কোচ দুঙ্গার অধীনেই ২০০৭ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল তারা। দুঙ্গার শিষ্যরা ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
‘সি’ গ্রুপে পেরু ছাড়া ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও ভেনেজুয়েলা।