‘মাহমুদউল্লাহর দেশে ফেরার খবর আমার জানা নেই’
দুপুর থেকেই খবরটা ছড়িয়ে পড়ে। বাংলাদেশ শততম টেস্টে খেলছেন না মাহমুদউল্লাহ। গুঞ্জন শোনা যায়, দেশে ফিরে আসতে পারেন তিনি। অবশ্য এই খবরের সত্যতা স্বীকার করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান জানিয়েছেন, মাহমুদউল্লাহর দেশে ফিরে আসার ব্যাপারে কোনো খবর জানা নেই তাঁর।
এ ব্যাপারে বোর্ড সভাপতি বলেন, ‘সীমিত ওভারের দলে মাহমুদউল্লাহর না থাকার কোনো কারণ নেই। তবে দ্বিতীয় টেস্টের আগে তাঁর দেশে ফিরে আসার ব্যাপারে টিম ম্যানেজমেন্টের নেওয়া সিদ্ধান্তের কোনো তথ্য আমার জানা নেই।’
এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘বিশ্রামের জন্য মাহমুদউল্লাহকে দেশে ফিরিয়ে আনার কথা বিবেচনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রেখে দেওয়া হয়েছে তাঁকে।’
আগামী ১৫ মার্চ কলম্বো পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এটি বাংলাদেশের শততম টেস্ট। এই টেস্টে মাহমুদউল্লাহ থাকছেন না এটা নিশ্চিত।
কলম্বোর পি সারা স্টেডিয়ামে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দ্বিতীয় টেস্টের একাদশে মাহমুদউল্লাহ থাকছেন না। তাঁর পরিবর্তে ইমরুল কায়েস খেলবেন শততম টেস্টে। দলে আরো দু-একটি পরিবর্তন আসতে পারে।’