এএফসি কাপ থেকে শেখ রাসেলের বিদায়

খেলা শুরু হওয়ার আগে শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়রা। ছবি: শেখ রাসেল ক্রীড়া চক্রের সৌজন্যে
এএফসি কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মঙ্গলবার তাজিকিস্তানের এফসি খাইয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে পেশাদার লিগের সাবেক চ্যাম্পিয়নরা
রাজধানী দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে তাজিকদের জয়ের নায়ক রুস্তমভ হাসান। ম্যাচের ২২ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন তিনি।
হেরে যাওয়ায় এএফসি কাপের পরের পর্বে (প্রেসিডেন্টস কাপের প্লে-অফ) খেলা হলো না শেখ রাসেলের। জিততে পারলে আগামী ১৭ ফেব্রুয়ারি লেবাননের সালাম জাগার্তার বিপক্ষে খেলার সুযোগ পেত তারা।
২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছিল শেখ রাসেল। সেবার বাছাইপর্ব পেরিয়ে প্লে-অফ ম্যাচে খেলার সুযোগও পায় তারা। ওই প্লে-অফই এখন এএফসি কাপের বাছাই পর্ব নামে পরিচিত।