ম্যাচসেরা তামিম, সিরিজসেরা সাকিব

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তাঁরা অনেকই পেয়েছেন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার কিছুটা আলাদাই বটে। এটা যে বাংলাদেশের শততম টেস্ট। মাইলফলকের এই ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রেখেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচটা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে তামিম ইকবালের জন্যও। তিনিই পেয়েছেন শততম টেস্টের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। আর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।
কলম্বোতে বাংলাদেশের শততম টেস্ট জয়ের পেছনে প্রতিটি ক্রিকেটারেরই আছে অসামান্য অবদান। তবে তার মধ্যেও বিশেষভাবে নজর কেড়েছেন তামিম ও সাকিব। প্রথম ইনিংসে মাত্র এক রানের জন্য অর্ধশতক পূর্ণ করতে পারেননি তামিম। দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৮২ রানের ইনিংস।
অন্য দিকে প্রথম ইনিংসে সাকিবের ব্যাট থেকে এসেছিল দলীয় সর্বোচ্চ ১১৬ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাট হাতে আর জ্বলে উঠতে পারেননি এসময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। করেছিলেন মাত্র ১৫ রান। দুই ইনিংসেই অবশ্য অবশ্য দারুণ বোলিং করেছেন সাকিব। প্রথম ইনিংসে দুই উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন চার উইকেট।
দুই ম্যাচের টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান ও উইকেট নেওয়ার কৃতিত্ব অবশ্য লঙ্কানদের। চার ইনিংসে ২৫৪ রান করেছেন কুশল মেন্ডিস। তাঁর পরেই ২০৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তামিম। বোলিংয়ের ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। তিনি পেয়েছেন ১৬ উইকেট। ১০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ।
তবে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সিরিজসেরা নির্বাচিত হয়েছেন সাকিব। ব্যাট হাতে ১৬২ রানের পর বল হাতে নয়টি উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।