আর্জেন্টিনার চিলির কাছে কখনোই না হারার ‘রেকর্ড’

আগামী বছর পূর্ণ হবে কোপা আমেরিকার ১০০ বছর। ৯৯ বছর আগে, ১৯১৬ সালে লাতিন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতাটি শুরু হয়েছিল মাত্র চারটি দেশ নিয়ে। প্রথম আসরে খেলেছিল আর্জেন্টিনা, ব্রাজিল উরুগুয়ে ও চিলি। সেই চার দলের দুটি, আর্জেন্টিনা ও চিলি মুখোমুখি হতে যাচ্ছে এবারের ফাইনালে। আর্জেন্টাইনদের জন্য অনুপ্রেরণাদায়ী তথ্য, কোপা আমেরিকায় চিলির কাছে আজ পর্যন্ত হার মানতে হয়নি তাদের।
বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকায় প্রথম মুখোমুখি লড়াইয়ে চিলিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। চিলির বিপক্ষে সেই থেকে তাদের আধিপত্যের সূচনা। প্রায় ১০০ বছর কেটে গেলেও আজো কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে জয় করতে পারেনি চিলি।
এই প্রতিযোগিতায় এর আগে আর্জেন্টিনা ও চিলি ২৪ বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে কোনোবারই আর্জেন্টিনাকে হারাতে পারেননি চিলি। সব মিলিয়ে ৩৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে মাত্র একবারই চিলির কাছে হারের তেতো স্বাদ পেতে হয়েছে আর্জেন্টিনাকে, সান্টিয়াগোতে ২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ২২ বছরের শিরোপাখরা ঘোচাতে মরিয়া আর্জেন্টিনা। অন্যদিকে চিলির সামনে ইতিহাস গড়ার হাতছানি। ফাইনালে জয় পেলে প্রথম কোপা আমেরিকা জয়ের আনন্দে মেতে উঠতে পারবে তারা। এর আগে চারবার ফাইনালে উঠলেও শিরোপা ধরা দেয়নি। এবার ঘরের মাটিতে সব আক্ষেপ দূর করার সুযোগ চিলির সামনে।