ঢাকায় এসেও ফিরে গেছে চীন হকি দল

মাঝখানে আর বাকি একদিন, এর পরই মাঠে গড়াবে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। এ আসরে অংশ নিতে এরই মধ্যে দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। কয়েকটি দল এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেও। আসরের অন্যতম ফেভারিট দল চীনও এসেছিল ঢাকা আকাশে, কিন্তু নামতে না পেরেই আবার ফিরে গেছে তারা।
বাংলাদেশ হকি ফেডারেশেনের এক সূত্রে জানা গেছে, আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ কথা ছিল চীন হকি দলকে বহনকারী বিমান। এসেছিল বিমান, কিন্তু বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে আবার নিজ দেশে ফিরে গেছে।
আসরে অংশ নিতে সবার আগে ঢাকায় পৌঁছেছে জাপান। এর পর এসেছে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ কোরিয়া। আজ রাতে মালয়েশিয়া এবাং আগামীকাল সকালে এসে পৌঁছার কথা ওমানের।
এদিকে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে জাপানকে। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেছেন মিলন হোসেন ও আশরাফুল ইসলাম রানা।