শারাপোভার বিরল কীর্তি

সেরেনা উইলিয়ামসের দাপটে ইদানীং বড় কোনো সাফল্য নেই। তবে অন্য এক লড়াইয়ে শুধু সেরেনা নয়, বাকি সবাইকে প্রতিবছরই পেছনে ফেলে দিচ্ছেন মারিয়া শারাপোভা। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় আবারো সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদ এই রুশ সুন্দরী। এ নিয়ে টানা একাদশবারের মতো এই মর্যাদা পেলেন তিনি।
২০১৪ সালের ১ জুন থেকে এ বছরের ১ জুন পর্যন্ত আয়ের হিসাব করে তালিকাটা তৈরি করা হয়েছে। এ সময়ে শারাপোভার আয় ছিল দুই কোটি ৯৭ লাখ ডলার। দুই কোটি ৪৬ লাখ ডলার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মেয়েদের টেনিসের এক নম্বর খেলোয়াড় সেরেনা। তৃতীয় স্থানেও একজন টেনিস খেলোয়াড়, এক কোটি ৪৬ লাখ ডলার নিয়ে ক্যারোলিন ওজনিয়াকি।
তালিকায় টেনিসেরই জয়জয়কার। প্রথম ১০ জনের মধ্যে সাতজনই টেনিস খেলোয়াড়। টেনিসের বাইরে আছেন শুধু মোটর রেসিংয়ের ড্যানিকা প্যাট্রিক (চতুর্থ), মিশ্র মার্শাল আর্টের রন্ডা রাউজি (অষ্টম) ও গলফার স্টেসি লুইস (নবম)।
আনা ইভানোভিচ (পঞ্চম), পেত্রা কেভিতোভা (ষষ্ঠ), সিমোনা হালেপ (সপ্তম) আর আগ্নিয়েস্কা রাদওয়ান্সকাও (দশম) জায়গা করে নিয়েছেন বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বসের সেরা দশে।