মর্যাদার লড়াইয়ে মুখোমুখি মোহামেডান-আবাহনী

দুই রাউন্ড আগেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের উত্তেজনাটা তাই অনেক আগেই শেষ হয়ে গেছে। তাই অনেকটা জৌলুসহীন এই আসরের মর্যাদার লড়াইয়ে রোববার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
পেশাদার লিগে এর আগের সাতটি আসরে আবাহনী জিতেছে পাঁচটি এবং মোহামেডান তিনটি, বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে। অবশ্য এই আসরের প্রথম লেগে মোহামেডান ১-০ গোলে আবাহনীকে হারিয়েছিল।
লিগে এবার দ্বিতীয় দেখায়ও জয় পেতে আশাবাদী মোহামেডানের কোচ কাজী জশিমউদ্দিন আহমেদ জোশি, ‘একে তো লিগে আমাদের এটি শেষ ম্যাচ, দ্বিতীয় আমাদের প্রতিপক্ষ দলটি আবাহনী। তাই খেলোয়াড়রা বেশ উজ্জীবিত জয় পেতে। আমরা আশাবাদী জয় দিয়েই লিগ শেষ করতে পারব।’
নিজেদের জয়ে দৃঢ় আশাবাদী আবাহনীর ভারপ্রাপ্ত কোচ অমলেশ সেনও, ‘দল হিসেবে এই আসরে মোহামেডান বেশ ভালো ফুটবল খেলেছে। তবে তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। তা ছাড়া এক আসরে টানা দুবার তাদের কাছে হারতে চাই না আমরা।’
লিগে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মোহামেডান। আর আবাহনী এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।