নেইমারের মূল্য ১৪ কোটি পাউন্ড!

২০১৩ সালে অনেক কাঠখড় পুড়িয়ে নেইমারকে দলে টেনেছিল বার্সেলোনা। ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোস থেকে তাঁকে ন্যু ক্যাম্পে নিয়ে আসার জন্য নানা অনিয়ম করার অভিযোগে বার্সার সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল সান্দ্রো রোজেলকে। অথচ মাত্র দুই মৌসুম পরই নেইমারের বার্সা ছাড়ার গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবলাঙ্গন। ২৩ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারকে দলে টানতে নাকি জোর চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ব্রাজিলের পত্রিকা গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, ম্যানইউ নাকি ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য ১৪ কোটি পাউন্ড খরচ করতেও রাজি। এই পত্রিকার খবরকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। কারণ এবারের ফুটবল-মৌসুমের শুরুতে তারাই প্রথম জানিয়েছিল, রবার্তো ফিরমিনো জার্মানির হফেনহাইম থেকে লিভারপুলে যোগ দিতে যাচ্ছেন। কিছুদিন আগে সত্যি-সত্যিই লিভারপুলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলের এই অ্যাটাকিং মিডফিল্ডার।
ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানইউর কোচ লুইস ফন গালের ‘রহস্যময়’ কথাবার্তাও হাওয়া দিচ্ছে নেইমারের দলবদল সংক্রান্ত গুঞ্জনের পালে। এই ডাচ কোচের একটি মন্তব্য আবার আলোচনায় উঠে এসেছে। গত মাসে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরের সময় সবাইকে একটা চমক দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, ‘পত্র-পত্রিকায় যাকে নিয়ে লেখালেখি হচ্ছে ইনি সেই স্ট্রাইকার নন। আপনারা অপেক্ষা করুন ও দেখুন।’ ফন গাল সে সময় নেইমারকে ইঙ্গিত করে কিছু বলেছিলেন কি না, তা নিয়েই এখন জল্পনা চলছে।
কিছুদিন আগে বার্সেলোনা থেকে ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন ফরোয়ার্ড পেদ্রো, যোগ দিয়েছেন চেলসিতে। বার্সার নেইমারও কি একই পথে হাঁটতে যাচ্ছেন?