ইউএস ওপেনে তারকাদের শুভসূচনা

চোটের কারণে মারিয়া শারাপোভার অনুপস্থিতিতে কিছুটা হলেও রং হারিয়েছে ইউএস ওপেন। তবে অন্য তারকারা জয় দিয়েই শুরু করেছেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস। তবে অঘটনের শিকার হয়েছেন পুরুষদের গতবারের রানারআপ কেই নিশিকোরি। মহিলাদের সাবেক এক নম্বর খেলোয়াড় আনা ইভানোভিচও বিদায় নিয়েছেন ফ্লাশিং মেডো থেকে।
সোমবার রাতে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন পুরুষ ও মহিলা এককের দুই শীর্ষ বাছাই জোকোভিচ ও সেরেনা। জোকোভিচ ৬-১, ৬-১, ৬-১ গেমে বিধ্বস্ত করেছেন ব্রাজিলের জোয়াও সোউজাকে। বছরের চতুর্থ গ্র্যান্ড স্লামের সামনে দাঁড়িয়ে থাকা সেরেনাকে অবশ্য পুরো ম্যাচ খেলতে হয়নি। গত তিনবারের চ্যাম্পিয়নের বিপক্ষে ৬-০, ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর চোটের কারণে সরে দাঁড়াতে বাধ্য হন রাশিয়ার ভিতালিয়া দিয়াচেঙ্কো।
তবে সেরেনার বড় বোন ভেনাস সহজে জিততে পারেননি। প্রতিযোগিতার দুবারের চ্যাম্পিয়ন অনেক লড়াই করে ৬-৪, ৬-৭ (৭/৯), ৬-৩ গেমে হারিয়েছেন পুয়ের্তোরিকোর মোনিকা পুইগকে। নাদালও বেশ ঘাম ঝরিয়ে ৬-৩, ৬-২, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার বোর্না চোরিচকে।
সপ্তম বাছাই ইভানোভিচ অবশ্য হার এড়াতে পারেননি। ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নকে ৬-৩, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন স্লোভাকিয়ার দোমিনিকা চিবুলকোভা। নিশিকোরি হেরে গেছেন ফ্রান্সের বেনুয়া পেয়ারের কাছে। দুজনের পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের ফলাফল ৬-৪, ৩-৬, ৪-৬, ৭-৬ (৮/৬), ৬-৪।