বিয়ের সাজে ফুটবল খেলা!

বিয়ের ভারী পোশাক ও গয়নার সাজে কনেকে রীতিমতো হাঁটতেই কষ্ট হয়ে যায়। সেখানে বিয়ের সাজে ফুটবল খেলা? এমন কাণ্ডই এবার ঘটেছে রাশিয়া বিশ্বকাপের আসরে। রাশিয়ার মেয়েরা খেলার প্রতি তাঁদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে পুরোদস্তুর কনে সাজে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গত শনিবার কাজানের একটি স্টেডিয়ামে।
গতকাল কাজানে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। এই স্টেডিয়ামেই কনের সাজে মেয়েরা খেলেছে ফুটবল। প্রকাশ পেয়েছে ফুটবলের প্রতি তাঁদের ভালোবাসা।
ধবধবে সাদা পোশাকের গাউন এবং সঙ্গে দৌড়াতে আরামবোধ হয় এমন জুতা পরে তারা মাঠে নেমেছিল। মেয়েদের দলটি মাত্র ১৫ মিনিট মাঠে খেলেছিল এবং সেখানে খুব অল্প সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল।
জয়ী দলের খেলোয়াড় গুলনাজ সারিপোভা বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। কিন্তু খেলতে আমাদের বেশ কষ্ট হয়েছে। কারণ এমন পোশাক আরামদায়ক নয়।’
জয়ী দলকে পুরস্কার হিসেবে বিশ্বকাপের একটি রেপ্লিকা ট্রফি উপহার দেওয়া হয়েছে, যা পুরোটাই ফুলের তৈরি ছিল।