রোনালদোর বিশ্বকাপ, বিশ্বকাপের রোনালদো!

বিশ্বকাপ মানেই সেরাদের মঞ্চ। বিভিন্ন লিগে ছড়িয়ে থাকা তারকা খেলোয়াড়রা একত্র হন দেশের জন্য শিরোপা জয়ের লক্ষ্যে। তবে পর্তুগালের দিকে তাকালেই চোখে ভেসে ওঠে ‘ওয়ান ম্যান আর্মি’ খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদোর মুখ। যিনি একাই দলকে কঠিন সময়ে টেনে তোলেন খাদের কিনারা থেকে। এবারের বিশ্বকাপেও দলকে পাইয়ে দিয়েছেন নকআউট পর্বের টিকেট।
৩৩ বছর বয়সী রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো এবার রাশিয়া বিশ্বকাপসহ মোট চারটি আসরে অংশ নিয়েছে। নকআউট পর্বে উরুগুয়ের কাছে ২-১ গোলের পরাজয়ে এবারের বিশ্বকাপ আসর এখানেই থেমে গেছে পর্তুগালের। এক নজরে দেখে নেওয়া যাক কেমন ছিল রোনালদোর বিশ্বকাপ পারফরম্যান্স।
২০০৬ সালে ছয় ম্যাচে অংশ নিয়ে পর্তুগাল তারকা গোলের দেখা পেয়েছেন একটি । যদিও ব্যক্তিগত পারফরম্যান্স তেমন ভালো ছিল না এই তারকার। তবে ১৯৬৬ সালের পর পর্তুগাল পেয়েছিল সেরা সাফল্য। টুর্নামেন্টে তারা চতুর্থ স্থান লাভ করেছিল।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চার ম্যাচে অংশ নিয়ে মাত্র একটি গোলের দেখা পেয়েছেন রোনালদো, সঙ্গে অবশ্য একটি গোলে সহায়তাও করেছেন। দল বিদায় নেয় শেষ ষোলো থেকে।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে তিন ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্টের দেখা পেয়েছিলেন পর্তুগাল স্ট্রাইকার রোনালদো। যদিও গ্রুপ পর্ব থেকেই বাদ হয়ে যায় দলটি।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে পর্তুগালের পথচলা থেমে গেছে নকআউট পর্বে উরুগুয়ের কাছে হেরে। কিন্তু দারুণ সুসময় কাটিয়েছেন দলের সেরা তারকা রোনালদো। তিন ম্যাচে হ্যাটট্রিকসহ পেয়েছেন চার গোলের দেখা। তাঁর হাত ধরেই পর্তুগাল নিশ্চিত করেছিল নকআউট পর্বের টিকেট।