ম্যাচ জেতাতে প্রস্তুত হ্যারি কেন- ফ্যালকাও

জমজমাট বিশ্বকাপ আসরের নকআউট পর্বের খেলা চলছে। ফেভারিট দলগুলো নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে ব্যর্থ হলেও অন্যান্য দল নিজেদের সামর্থ্যের পুরোটা মাঠে দেখিয়ে জয় তুলে নিচ্ছে। নকআউট পর্বে টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি হবে কলম্বিয়া ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ইংলিশ ও কলম্বিয়ার মধ্যে লড়াইয়ে এগিয়ে আছে ইংলিশরাই। এর আগে তাদের পাঁচবার মুখোমুখি লড়াই হয়েছে। যেখানে কলম্বিয়াকে তিন ম্যাচে হারায় ইংল্যান্ড, দুই ম্যাচ হয়েছিল ড্র।
অবশ্য এবারের রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে ইংল্যান্ড ও কলম্বিয়া ভিন্ন ভিন্ন গ্রুপে ফল ছিল একই। উভয় দলই তিন ম্যাচে অংশ নিয়ে দুটি করে ম্যাচে জয়লাভ করে। দুই দলই হেরেছে একটি ম্যাচে। দুই দলই ছয় পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে।
ইংল্যান্ড দলের সবচেয়ে নির্ভরশীল তারকা হ্যারি কেন, যার ওপর ভরসা করে দলটি কলম্বিয়াকে হারানোর স্বপ্ন দেখছে। অবশ্য হ্যারি কেন এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ খেলেছেন। পানামার বিপক্ষে পেয়েছেন হ্যাটট্রিক, তিউনিসিয়ার বিপক্ষে জয়েও দুই গোল করে অবদান রেখেছেন। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে গোল করায় তাঁর চেয়ে এগিয়ে আছেন সাবেক ফুটবলার গ্যারি উইনস্টন লিনেকার। আজ কলম্বিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করে তিনি দলকে পৌঁছে দিতে চান কোয়ার্টার ফাইনালের মঞ্চে।
তবে কলম্বিয়াও ইংল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে চায়। কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও বলেছেন ইংল্যান্ডের বিপক্ষে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচটা দারুণ হবে। এটা এমন একটা ম্যাচ, যেমনটা আমি স্বপ্ন দেখতাম।’