ইংল্যান্ডকে প্রথমার্ধে আটকে রেখেছে কলম্বিয়া

এর আগে ছয়বারের দেখায় কলম্বিয়া একবারও ইংল্যান্ডকে হারাতে পারেনি। তাছাড়া সামর্থ্যের বিচারেও বেশ এগিয়ে সাবেক চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে সেই ইংল্যান্ডের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বীতা দেখিয়েছে লাতিন আমেরিকার দেশটি। তাই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে।
মস্কোতে অনুষ্ঠিত এ ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যেতে পারতো ইংল্যান্ড, ১৬ মিনিটে কিয়েরান ট্রিপায়ারের ক্রসে হ্যারি কেনের হেড, লক্ষ্যভ্রষ্ট হয়। গোলরক্ষকের একেবারেই সামনে বল পেয়েও হ্যারি কেন গোল করতে পারেননি, অবশ্য তাঁর হেড খুব একটা জুতসই হয়নি।
এছাড়া ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দলই, তাই গোল আদায় করতে পারেনি কেউই। যে কারণে প্রথমার্ধ অমীমাংসিত থাকে।
অবশ্য গ্রুপ পর্বে পাঁচ গোল করা হ্যারি কেন এদিন খুব একটা জ্বলে উঠতে পারেননি। যা দু'একটি সুযোগ পেয়েছেন তাও কাজে লাগাতে পারেননি।
আসরে ‘জি’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় ওঠে ইংল্যান্ড। আর ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে ওঠে কলম্বিয়া। তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেনেগালের বিপক্ষে দারুণ এক জয় পেয়ে নকআউট পর্বে নিশ্চিত করে।