ম্যারাডোনার ‘ডাকাতি’ মন্তব্যে ক্ষেপেছে ফিফা

ইংল্যান্ডের সঙ্গে ম্যারাডোনার সম্পর্ক মোটেই সুখকর না। ফকল্যান্ড যুদ্ধের ক্ষুব্ধ স্মৃতি নিয়ে তিনি ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ম্যাচটি। প্রথমে একটি গোল দিয়েছিলেন ‘ঈশ্বরের হাত’ দিয়ে। তারপর এমন একটা দৃষ্টিনন্দন গোল করেছিলেন, যা এখনো বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সেরা গোল হিসেবে বিবেচনা করা হয়।
সেই ইংল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে হেরে গেছে কলম্বিয়া। ম্যারাডোনাও স্বভাবসুলভ ভঙ্গিতে দাঁড়িয়েছেন নিজ মহাদেশের দেশটির পক্ষে। তীব্র নিন্দা জানিয়েছেন রেফারির। ম্যারাডোনার মতে, এই ম্যাচটা ইংল্যান্ড জিতেছে ডাকাতি করে।
আর্জেন্টাইন কিংবদন্তির এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘ডিয়েগো ম্যারাডোনা যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে ফিফা খুব শক্তভাবে বলতে চায় যে রেফারিকে খুবই কঠিন ও আবেগঘন ম্যাচ পরিচালনা করতে হয়েছে। আর সেখানে রেফারির এমন সমালোচনা নিন্দনীয়। ম্যারাডোনার অপমানজনক মন্তব্য পুরোপুরি অন্যায্য ও ভিত্তিহীন।’
নির্ধারিত ৯০ মিনিটেও ম্যাচের ফল না আসায় ইংল্যান্ড-কলম্বিয়ার ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সেখানেও হয়নি কোনো ফল। অবশেষে টাইব্রেকারের পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয় পেয়েছে ইংল্যান্ড। চলে গেছে কোয়ার্টার ফাইনালে।