লোপেজের দলে ৪১ ফুটবলার

মাত্র পাঁচ দিন আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। এখনো খেলোয়াড়দের সম্পর্কেও খুব একটা জানাশোনাও হয়নি। কিন্তু সময় ব্যয় না করে বিশ্বকাপ বাছাইপর্বের কিরঘিজস্তানের বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করে ফেলছেন ফাবিও লোপেজ। সোমবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৪১ সদস্যের প্রাথমিক দল প্রকাশ করে।
এই দলে ছয়জন নতুন ফুটবলার জায়গা পেয়েছেন। তাঁরা হলেন—মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিফেন্ডার মাশুক মিয়া, আবাহনী লিমিটেডের ডিফেন্ডার শাকিল আহমেদ, শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড মোহাম্মদ রুম্মান, ব্রাদার্স ইউনিয়নের ডিফেন্ডার রাশেদুল আলম, বিজেএমসির ফরোয়ার্ড নাবিব নেওয়াজ, ফেনী সকার ক্লাবের ফরোয়ার্ড সোহেল মিয়া।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফরোয়ার্ড ফয়সাল মাহমুদের খেলাও মনে ধরেছে লোপেজের। তাই প্রায় সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। ২০০৮ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে সর্বশেষ খেলেছিলেন ফয়সাল। কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপের পর জাতীয় দলে সুযোগ না পাওয়া দুই অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালি ফয়সাল ও রেজাউল করিমকেও এ দলে সুযোগ দেওয়া হয়েছে।
এই দল নিয়ে মঙ্গলবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। আপাতত পাঁচ দিন ঢাকায় খেলোয়াড়দের অনুশীলন হবে। পরে ২০ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প হবে। বিকেএসপিতে যাওয়ার আগে দল আরো ছোট করা হবে।
আগামী ১৩ অক্টোবর কিরঘিজস্তানের বিশ্বকাপের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে গত জুনে ঘরের মাঠে তাদের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এ ছাড়া তাজিকিস্তান, অস্ট্রেলিয়া ও জর্ডানের বিপক্ষেও একটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ।
দল : মামুনুল ইসলাম, শহীদুল আলম, মাজহারুল ইসলাম, রায়হান হাসান, নাসির উদ্দিন, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোনায়েম রাজু, তকলিস আহমেদ, কেষ্ট কুমার, মোহাম্মদ লিঙ্কন, শাখাওয়াত রনি, আতিকুর রহমান মিশু, রাসেল মাহমুদ, তপু বর্মণ, হেমন্ত বিশ্বাস, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, ওয়ালি ফয়সাল, রেজাউল করিম, মোহাম্মদ রুম্মান, জুয়েল রানা, তৌহিদুল আলম সবুজ, আশরাফুল ইসলাম, মাশুক মিয়া, নাসিরুল ইসলাম, ওয়াহেদ আহমেদ, আবদুল বাতেন কোমল, শাহেদুল আলম, শাহেদুল আলম (২), আমিনুর রহমান সজীব, ইমন মাহমুদ, শাকিল আহমেদ, রাশেদুল আলম, ইমিয়াজ সুলতান, ফয়সাল মাহমুদ, এনামুল হক, নাবিব নেওয়াজ ও সোহেল মিয়া।