চেলসি আর ম্যানসিটির ব্যর্থতার রাত

দুর্দশা কাটছেই না চেলসির। গত সপ্তাহে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন জোসে মরিনিয়োর শিষ্যরা। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে আবার হোঁচট খেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
চেলসি তা-ও ড্র করেছে। আরেক শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার সিটি তো বিশাল ব্যবধানে হেরেছে। টটেনহ্যাম হটস্পারের মাঠে দুই মৌসুম আগের চ্যাম্পিয়নরা বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে। তবে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও আর্সেনাল।
ম্যানইউ ৩-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। প্রিমিয়ার লিগে এবারের মৌসুমের প্রথম গোল করেছেন তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। চিলিয়ান ফরোয়ার্ড আলেক্সিস সানচেজের হ্যাটট্রিকের সুবাদে আর্সেনাল ৫-২ গোলে হারিয়েছে লিস্টার সিটিকে। আর উত্তেজনাপূর্ণ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন বিজয়ী দলের স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ।
প্রিমিয়ার লিগে প্রায় দুই বছর পর প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে থাকার সম্মান আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডের দখলে। ‘রেড ডেভিল’দের সংগ্রহ ১৬ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও আর্সেনালের সংগ্রহ ১৩ পয়েন্ট করে হলেও গোলগড়ে পিছিয়ে থাকায় আর্সেনালের অবস্থান চতুর্থ। ১১ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে সপ্তম স্থানে। বর্তমান চ্যাম্পিয়ন চেলসির ভীষণ দুরবস্থা। আট পয়েন্ট নিয়ে মরিনিয়োর দলের অবস্থান পঞ্চদশ। সব দল সাতটি করে ম্যাচ খেলেছে।