নারী ক্রিকেটাররা আবার পরাস্ত
প্রথম টি-টোয়েন্টিতে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯ রানে হার মেনেছিল নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লক্ষ্য ছিল আরো কম—১১৫ রান। কিন্তু সালমা-রুমানাদের হারের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৩৪ রানে। পাকিস্তান সফরে নারী ক্রিকেটারদের টানা দ্বিতীয় পরাজয়ের কারণ একই—ব্যাটিং ব্যর্থতা।
করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে ৬ উইকেটে ১১৪ রানের লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছেন তিনজনে— মেরিনা ইকবাল, বিসমাহ মারুফ ও আলিয়া রিয়াজ। আগের ম্যাচে ৬৫ রানে অপরাজিত থাকা বিসমাহর এবার অবদান ৪৪ রান। এবারও তাঁকে আউট করতে পারেননি বাংলাদেশের বোলাররা। মেরিনা ৩৩ ও আলিয়া ২০ রান করেছেন।
প্রথম টি-টোয়েন্টির মতো এই ম্যাচেও বাংলাদেশের সেরা বোলার নাহিদা আক্তার। এবার ২৭ রানে দুই উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট অধিনায়ক সালমা খাতুন ও লতা মণ্ডলের।
জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৩৮ রানে পাঁচ উইকেট হারানোর পরই বোঝা গেছে, আরেকটি হার অপেক্ষা করছে নারী ক্রিকেটারদের ভাগ্যে। ষষ্ঠ উইকেটে রুমানা আহমেদ (২৭) ও রিতু মনির (১৭) ২৭ রানের জুটি হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন আর দুজন—সালমা (১০) ও লতা (অপরাজিত ১০)। কিন্তু তারপরও ৭ উইকেটে ৮০ রানে থেমে গেছে বাংলাদেশের ইনিংস। স্বাগতিক দলের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সুমাইয়া সিদ্দিকী ও নিদা দার।
এরপর দুটো ওয়ানডেতে মুখোমুখি হবেন বাংলাদেশ ও পাকিস্তানের নারী ক্রিকেটাররা। ৪ ও ৬ অক্টোবর দুটো ম্যাচই হবে সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে।