‘চিটাগাং ভাইকিংস’ বিপিএলে চ্যাম্পিয়ন দল গড়তে চায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা আকরাম খান বলেছেন, ‘বিপিএলে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করব। ভালো ক্রিকেটারের পাশাপাশি কোচের সঙ্গেও আলাপ করছি আমরা।’
আজ রোববার বিকেলে চট্টগ্রাম নগর ভবনে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের এসব তথ্য জানান আকরাম খান। মতবিনিময় সভায় বিপিএলে চট্টগ্রাম ফ্যাঞ্চাইজির মালিক ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ব্যবস্থাপনা পরিচালক এম এ জাব্বার, সিজেকেএসের সহসভাপতি সাহেদ আজগর উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রামের দলটির নাম ‘চিটাগাং ভাইকিংস’ রাখা হবে বলে জানানো হয়।
চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল ছাড়াও শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলকারত্নে দিলশান ও পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির চট্টগ্রাম দলে প্রায় নিশ্চিত বলে জানান ফ্যাঞ্চাইজির উপদেষ্টা আকরাম খান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান বলেন, ‘ওনারা (ফ্র্যাঞ্চাইজি) যে কেবল বিপিএল নিয়ে ব্যস্ত থাকবেন তা না। ওনাদের সঙ্গে আমার কথা হয়েছে, চট্টগ্রামের খেলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার ওনারা সে সাহায্য করবেন। ছয়টি ফ্র্যাঞ্জাইজি চ্যাম্পিয়নের জন্য দল করছে। আমরাও বানাব। আমরা চেষ্টা করব ভালো দল করার। চ্যাম্পিয়ন হই বা না হই সেটা পরের কথা কিন্তু আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করব। অনেক ভালো ক্রিকেটারের সঙ্গে আলাপ করছি। এমনকি কোচের সঙ্গেও আলাপ করছি। দু-তিনদিনের মধ্যে চূড়ান্ত করব।’
ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহিদ বলেন, ‘চট্টগ্রামের ক্রিকেটের যে ঐতিহ্য যেমন ধরেন সামাদ থেকে শুরু করে আজ পর্যন্ত আকরাম, তামিম, নান্নু বিশাল একটা ঐতিহ্য এখানে। আমরা চিন্তা করছি চট্টগ্রামের যে ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখব এবং আরো দূরে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের মূল পরিকল্পনা।