রেকর্ড গড়ে বছর শেষ করলেন জোকোভিচ

এ বছর যেন জয়ের নেশায় পেয়েছিল নোভাক জোকোভিচকে। বছরের চারটি গ্র্যান্ড স্লামেরই ফাইনালে উঠে জিতেছেন তিনটি শিরোপা। ট্রফি কেসে জমা করেছেন আরো আটটি শিরোপা। দুর্দান্ত একটা বছরের শেষটাও তিনি করেছেন রাজকীয়ভাবে, নতুন এক রেকর্ড গড়ে। বছরের শেষ প্রতিযোগিতা এটিপি ট্যুর ফাইনালে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে রজার ফেদেরারকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে টানা চতুর্থবারের মতো শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন ‘জোকার’।
এটিপি ট্যুর ফাইনালে টানা তিনটি শিরোপা জয়ের রেকর্ড এতদিন চেকোস্লোভাকিয়ার ইভান লেন্ডল ও রোমানিয়ার ইলে নাসতাসের সঙ্গে ভাগাভাগি করছিলেন জোকোভিচ। কিন্তু রোববারের ফাইনালে শেষ হাসি হাসার পর নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এ সময়ের সেরা টেনিস খেলোয়াড়। ২০১২ সাল থেকেই বছরের শেষ এই প্রতিযোগিতায় নিজের আধিপত্য ধরে রেখেছেন জোকোভিচ। দুর্দান্ত এই বছরটাকে ক্যারিয়ারের সেরা সময় বলেই বিবেচনা করছেন ২৮ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। বছরের শেষ শিরোপাটি জেতার পর তিনি বলেছেন, ‘এর চেয়ে ভালোভাবে শেষ করা সম্ভব হতো না। এটা ছিল খুবই লম্বা মৌসুম। আর আমার জীবনের সবচেয়ে সেরা সময়।’
অস্ট্রেলিয়ান ওপেন জিতে এ বছরের শুরুটা দারুণভাবে করেছিলেন জোকোভিচ। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি স্টান ভাভরিঙ্কার কাছে হেরে। সেই হতাশা অবশ্য ঘুচিয়ে দিয়েছিলেন উইম্বলডন ও ইউএস ওপেন জিতে।
এখন পর্যন্ত মোট ১০টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে ফেললেও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা অধরাই থেকে গেছে জোকোভিচের। তিনবার ফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারেননি। আগামী বছর নিশ্চয়ই এ ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের দিকেই বেশি মনোযোগ দেবেন জোকোভিচ।