নতুন ফিফা সভাপতি ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন সভাপতি হয়েছেন জিয়ানি ইনফান্তিনো। বাহরাইনের শেখ সালমানকে দ্বিতীয় দফার ভোটে হারিয়ে ফিফার শীর্ষ পদে বসতে যাচ্ছেন উয়েফার এই মহাসচিব।
সুইজারল্যান্ডের জুরিখে ফিফার বিশেষ কংগ্রেসে দ্বিতীয় দফার ভোটে ইনফান্তিনো পেয়েছেন ১১৫ ভোট। অন্যদিকে শেখ সালমান পেয়েছেন ৮৮ ভোট। জর্ডানের প্রিন্স আলি বিন হোসেইন রয়েছেন তিন নম্বরে।
জিয়ানি ইনফান্তিনো দুর্নীতির দায়ে বহিষ্কৃত সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হবেন। নির্বাচিত হওয়ার পরই তিনি ঘোষণা করেছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে তিনি দুর্নীতিমুক্ত করবেন।
সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করারও ঘোষণা দেন নতুন ফিফা সভাপতি। তিনি ২০১৯ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।