কোনোমতে আফগান বাধা পেরোল ইংল্যান্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/23/photo-1458739083.jpg)
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই আফগানিস্তানের ক্রিকেটাররা দেখিয়েছেন দারুণ নৈপুণ্য। প্রতিটি ম্যাচেই আফগান ক্রিকেটাররা জাগিয়েছিলেন জয়ের আশা। কিন্তু শেষপর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাঁদের। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার মতো ইংল্যান্ডকেও বেশ কষ্ট করে জিততে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। শেষপর্যন্ত অবশ্য ১৫ রানের জয় দিয়ে আফগান বাধা পেরিয়ে গেছে ইংল্যান্ড। ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানে শেষ হয়েছে আফগানিস্তানের ইনিংস।
ইংল্যান্ডের মতো আফগানিস্তানও শুরুতে পরেছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। প্রথম ৯ ওভারের মধ্যে মাত্র ৩৯ রান জমা করতেই হারিয়েছিল পাঁচটি উইকেট। ষষ্ঠ উইকেটে দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রানের জুটি গড়েছিলেন মোহাম্মদ নবী ও সামিউল্লাহ শেনওয়ারি। ১৩তম ওভারে ১২ রান করে নবী আউট হয়ে যাওয়ার পরই প্রায় শেষ হয়ে যায় আফগানিস্তানের জয়ের আশা। শেনওয়ারির ব্যাট থেকে এসেছে ২২ রান। শেষপর্যায়ে ২০ বলে ৩৫ রানের লড়াকু ইনিংস খেলে আফগান শিবিরে ক্ষণিকের জন্য আশা জাগিয়েছিলেন শফিউল্লাহ। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
ইংল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করে দুইটি করে উইকেট নিয়েছেন ডেভিড উইলি ও আদিল রশিদ। ব্যাট হাতে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মইন আলী।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫৭ রানে ছয় উইকেট হারিয়ে হারিয়ে ইংল্যান্ডও পড়েছিল চাপের মুখে। শেষপর্যায় মইনের ৪১ ও উইলির ২০ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৪২ রান জমা করেছিল ইংল্যান্ড। অষ্টম উইকেটে তাঁরা গড়েছিলেন ৫৭ রানের জুটি।