অপরাজিত থেকে সেমিতে যাওয়ার সুযোগ উইন্ডিজের
ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সর্বশেষ দুটি ম্যাচে কম রান তাড়া করে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ আফগানিস্তানের বিপক্ষেও ক্যারিবীয়রা হাঁটছে একই পথে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১২৪ রান। এই ম্যাচে জয় পেলেই অপরাজিত থেকে সেমিফাইনালে পা রাখতে পারবে উইন্ডিজ। সুপার টেনের অপর গ্রুপ থেকে নিউজিল্যান্ডও শেষ চারের লড়াইয়ে গেছে সবগুলো ম্যাচ জিতে।
আগের দুই ম্যাচের মতো আজ আফগানিস্তানের বিপক্ষেও ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার স্যামুয়েল বদ্রি ও সুলিমান বেন করেছেন দারুণ বোলিং। তাঁদের ঘূর্ণির সামনে বড় স্কোর গড়তে পারেনি আফগানিস্তান। শুরুতে রানের চাকা ঘোরাতে বেশ কষ্ট করতে হয়েছে আফগান ব্যাটসম্যানদের। ১২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ছিল : ৫৭/৫। এ সময় মনে হয়েছিল স্কোরটা একশও পেরোতে পারবে না। কিন্তু শেষপর্যায়ে ৪০ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে সংগ্রহটা ১২৩ পর্যন্ত নিয়ে গেছেন নাজিবুল্লাহ জাদরান। আফগানিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রানের ইনিংসটি এসেছে ওপেনার মোহাম্মদ শেহজাদের ব্যাট থেকে। ১৬ রান করেছেন অধিনায়ক আসগর স্টানিকজাই। এই তিনজনই পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দারুণ বোলিং করে তিনটি উইকেট নিয়েছেন বদ্রি। চার ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ১৪ রান। চার ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন আরেক স্পিনার সুলিমান বেন। দুটি উইকেট গেছে আন্দ্রে রাসেলের ঝুলিতে।
টানা তিনটি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিতই হয়ে গেছে আফগানিস্তানের। অন্যদিকে টানা তিনটি ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজও আগেই নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল। বিশ্বকাপের শিরোপা জয়ের সমীকরণ থেকে তাই বাদই পড়ে গেছে ম্যাচটি।